হিন্দিতে দুর্গা চালিসার গান
জয় অম্বে গৌরী, মা জয় শ্যামা গৌরী
নিশদিন ধ্যাবত তোমায়, হরি ব্রহ্মা শিবজী
জয় আম্বে গৌরী…
সিঁদুর সিংহাসন চাও, মরীচিকার উপর বিশ্রাম
আমার চোখের চেয়ে উজ্জ্বল, চন্দ্রবদন নিকো
জয় আম্বে গৌরী…
কনক সমন কালেভার, রক্তাম্বর রাজে
গলায় শোভা পায় রক্ত ফুলের মালা
জয় আম্বে গৌরী…
কেহরি বাহন রৌপ্য, খড়গ খপ্পর ধরি
সুর নর মুনিজন সেবা, খড় সাধারহি
জয় আম্বে গৌরী…
কানন কুণ্ডল শোভিত, নাসা ধূসর মুক্তা
কোটিক চন্দ্র দিবাকর, সাম রজত জ্যোতি
জয় আম্বে গৌরী…
শুম্ভ-নিশুম্ভ বিচ্ছেদ, মহিষা সুর কমেছে
ধুমরা বিলোচন নয়না, নিশদিন মদমতি
জয় আম্বে গৌরী…
মাথার মুণ্ডু গেছে, বীজ সবুজ।
মধু-কৈতভ দুউ মারে, সুর ভয়হিন করে
জয় আম্বে গৌরী…
ব্রাহ্মণী, রুদ্রাণী, তুমি কমলা রাণী
আগম নিগম বখানি, তুমি শিব পাতরণী
জয় আম্বে গৌরী…
চৌসাথ যোগিনী গাবত, ভৈরু নৃত্য
বাজাতের তালে মৃদঙ্গ, অরু বাজে ডমরু
জয় আম্বে গৌরী…
তুমি বিশ্বমাতা, তুমি ভারতবর্ষ
ভক্তের দুঃখ দূর করে সুখ ও সম্পদ দান করে
জয় আম্বে গৌরী…
চারটি বাহু অত্যন্ত সুসজ্জিত এবং বরের ভঙ্গি বহন করে।
ফল বঞ্চিত মন, সেবা নর-নারী
জয় আম্বে গৌরী…
কাঞ্চন বসে থাকে মাটিতে, যদি কর্পূর বাঁটে
শ্রীমালকেতুতে রজত, কোটি রতন জ্যোতি
জয় আম্বে গৌরী…
শ্রী অম্বেজির আরতি, যে কোন পুরুষ গাইতে পারে
শিবানন্দ স্বামী বলেন, সুখ ও সম্পদ পান
জয় আম্বে গৌরী…
জয় অম্বে গৌরী, মা জয় শ্যামা গৌরী
নিশদিন ধ্যাবত তোমায়, হরি ব্রহ্মা শিবজী
জয় আম্বে গৌরী…
Also Read: Durga Chalisa Lyrics in Bhojpuri